গত পর্বে ড্রপ শিপিং এর ব্যাসিক ধারনা দেওয়ার চেষ্টা করেছি। আজকের পার্টে লিখব, কিভাবে আপনি ড্রপ শিপিং বিজনেস সুরু করবেন।
বিজনেস শুরু করার জন্ন আপনাকে তিনটি বিসয় মাথায় রাখতে হবেঃ-
# প্রফেসনাল লুক্স ওয়েবসাইট ডিজাইন
# পেমেন্ট গেটওয়ে
# মার্কেটিং
ড্প শিপিং কোন ফ্রিলাঞ্চিং কাজ না। এটা একটা বিজনেস, আপনি যে কোন ধরনের বিজনেস শুরু করেন না কেন, অবশ্যই আপনাকে কিছু ইনভেস্ট নিয়ে নামতে হবে। তেমনি ড্রপ শিপিং করতে হলে মাস্ট আপনাকে কিছু ইনভেস্ট নিয়ে নামতে হবে। নিচে আলোচনা করব আপনার ইনভেস্ট এর লেভেল কেমন হওয়া উচিত, এবং আপনি কোন প্লাটফর্মে শুরু করবেন।
# আপনি কোন প্লাটফর্ম নিয়ে শুরু করবেন?
মার্কেটে অনেক রকমের প্লাটফর্ম আছে যেমন, সফিফাই, উকমারস, ওপেনকার্ট, আরও অনেক। তবে ড্রপ শিপিং এর জন্ন সব চেয়ে বেসি ইউজ হয়, সপিফাই প্লাটফর্ম, তারপর উকমারস।
# সপিফাই
যদি আপনার ইনভেস্ট এর লেভেল ভাল হয় তাহলে, আমি বলব সপিফাই, কারন সফিফাইতে কোন রকম টেকনিক্যাল নলেজ সারাই আপনি সাইট ডিজাইন করতে পারবেন, মোটামুটি লেভেলের নলেজ থাকলেই আপনি পারবেন। তবে তাদের মান্থলি আপনাকে সাবসক্রিপসন ফি দিতে হবে। বিস্তারিত সপিফাইয়ের ওয়েবসাইটে জেয়ে দেখুন।
# উকমারস
উকমারস হল ওপেনসোর্স প্রোজেক্ট, আপনি চাইলে খুবই সহজে ওয়ার্ডপ্রেস উকমারস দিয়ে সাইট তৈরি করে শুরু করতে পারেন। ওয়ার্ডপ্রেস এর ডাইরেক্টরিতে আপনি অনেক ফ্রি প্লাগিন পাবেন। অনেক বর কমিউনিটি আপনি সহজে যে কোন ধরনের হেল্প পাবেন। এবং আপনাকে ব্যাসিক টেকনিক্যাল নলেজ থাকতে হবে, সাইট ডিজাইন, ব্যাসিক সার্ভার কনফিগারেশন, প্লাগিন আপডেট। সাইটে কোন এরর হলে ফিক্স করা, ওয়েবসাইট স্পীড আপ করা ইতাদি।
পরবর্তী পর্বে, কথা বলব কেমন বাজেট হলে আপনি উকমারস নিয়ে ড্রপ শিপিং শুরু করতে পারেন। পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit conubia nostra
Nunc eu iaculis mi nulla facilisi aenean a risus sed luctus arcu
Related Posts
edit post

ড্রপ শিপিং
ড্রপ শিপিং পার্ট ২
edit post

ড্রপ শিপিং